New Update
/anm-bengali/media/media_files/2URjKlM98HX4H1ffXQs4.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘণ্টা পর ষষ্ঠ দফার লোকসভা ভোট। এসবের মধ্যে এবার শহরে কোটি কোটি টাকা উদ্ধার করল পুলিশ। ডিসিপি ইলেকশন সেল সঞ্জয় সেহরাওয়াত বলেন, "দিল্লি পুলিশ প্রায় ১৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। তদন্ত চলছে।"
#WATCH | DCP Election cell, Sanjay Sehrawat says, "Delhi Police recovered about Rs 14 crore in cash...The investigation is underway..." pic.twitter.com/dFRZ6ZoERY
— ANI (@ANI) May 23, 2024
ডিসিপি ইলেকশন সেল সঞ্জয় সেহরাওয়াত আরও জানিয়েছেন, "গুদামঘর ও গণনা কেন্দ্রের বাইরে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর কর্মী মোতায়েন থাকবে। ইভিএম আনা ও নেওয়ার ক্ষেত্রে প্রটোকল অনুসরণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এমন কোনও অভিযোগ পেলে বিশেষ সাইবার শাখা তদন্ত করে দেখবে।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us