দিল্লিতে ফের পুলিশের এনকাউন্টার ! ধৃত দুই কুখ্যাত অপরাধী

কালা জাঠেরি গ্যাং দিল্লির কুখ্যাত দুষ্কৃতী দলগুলির মধ্যে অন্যতম।

author-image
Debjit Biswas
New Update
gun

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল, একটি বিশেষ অভিযানের মাধ্যমে, দিল্লির কুখ্যাত কালা জাঠেরি গ্যাংয়ের দুই শার্পশুটারকে গ্রেফতার করেছে। সূত্র অনুযায়ী, গতকাল রাতে রাজধানীর দ্বারকা এলাকায়, দিল্লি পুলিশের সঙ্গে এই গ্যাংস্টারদের ব্যাপক গুলি বিনিময় হয়।

Police

পুলিশের পাল্টা গুলিতে এই দুই অপরাধী গুলিবিদ্ধ হয়, এবং দুজনেরই পায়ে গুলি লেগেছে। এই অভিযানে কালা জাঠেরি গ্যাংয়ের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।