BREAKING: ফের এনকাউন্টার দিল্লিতে ! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ২

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বি. আর. টি. করিডরের সিএনজি পাম্পের কাছে, গতকাল গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই অভিযুক্ত। এই বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা ওই দুই অভিযুক্ত হঠাৎ করেই পুলিশের উদ্দেশ্যে গুলি চালায়। পুলিশও এরপর আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায়। এই এনকাউন্টারে উভয় পক্ষ থেকেই একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ওই দুই অভিযুক্তকেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের পরিচয় যাচাই করা হচ্ছে। পুরো ঘটনার পেছনে কোনও বড় অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

d