/anm-bengali/media/media_files/MfXNy5j9yyqb1aV27mvG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সারা বিশ্বের মুসলমানরা ঈদের উৎসব পালন করছেন। ঈদুল ফিতর উপলক্ষে দিল্লির জামা মসজিদে নামাজ পড়ার পর মানুষ একে অপরকে আলিঙ্গন করে। আজ কোনও রকম অশান্তি যাতে না হয় তার জন্য জামা মসজিদের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। এই বিষয়ে দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, "এটি আনন্দ ও উৎসবের সময়। ভিড় ব্যবস্থাপনায় দিল্লি পুলিশের পেশাগত উৎকর্ষ রয়েছে, বিশেষত যখন এটি উৎসব বা উদযাপনের ক্ষেত্রে আসে। কৌশলগত স্থাপনা, জনগণের সঙ্গে যোগাযোগ এবং কমিউনিটি পুলিশিং প্রতি বছর করা হয়। দিল্লি জুড়ে বাইরে থেকে বাহিনী আসে। ইউনিফর্ম এবং সিভিল পোশাকে কেন্দ্রীয় জেলায় হাজার হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে স্থানীয় জনগণও সহযোগিতা করে ।"
#EidUlFitr | This is a time of joy and festivities. Delhi Police has professional excellence in crowd management, especially when it comes to festivals or celebrations. Strategic deployment, communication with people and community policing is done every year...Forces do come from… pic.twitter.com/LfhgSU5MEw
— ANI (@ANI) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us