New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির চাঁদনি চকের কাছে দেড় লাখেরও বেশি অবৈধ বিদেশি সিগারেটের হদিশ পাওয়া গিয়েছে।। বুধবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দিল্লির চাঁদনি চকের কাছে অভিযান চালায়। দিল্লি চাঁদনি চকের কাছে নয়া বান্সের বিদি মার্কেটে পুলিশ তল্লাশি চালিয়ে দেড় লাখেরও বেশি অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে। দিল্লি পুলিশের কাছ থেকে জানা গিয়েছে যে, তাঁরা আমির নামে একজনকে গ্রেপ্তার করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us