দিল্লি ব্লাস্টের মাস্টারমাইন্ড আসলে ডঃ উমর-উন-নবী,নিশ্চিত করলো DNA টেস্ট ! বড় তথ্য পেশ করলো দিল্লি পুলিশ

কি বড় তথ্য পেশ করলো দিল্লি পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লি বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে এক বড় তথ্য পেশ করলো দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণকারী ব্যক্তির আসলে পরিচয় ইতিমধ্যেই একটি ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। দিল্লি পুলিশ আরও জানায় যে এই ডিএনএ (DNA) টেস্টের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া গেছে যে ওই হামলাকারী ব্যক্তি হলেন মূল সন্দেহভাজন ডাঃ উমর-উন-নবী (Dr Umar Un Nabi)।

delhi red fot blasta

এই বিস্ফোরণের পর তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গেলেও তাঁর পা স্টিয়ারিং হুইল এবং অ্যাক্সিলারেটরের মধ্যে আটকে ছিল। সেই দেহাংশ থেকে সংগৃহীত ডিএনএ (DNA)-র নমুনা তাঁর মায়ের ডিএনএ (DNA)-এর সঙ্গে মিলে গেছে।