/anm-bengali/media/media_files/33dnxdV0Se5YBZVmtnRS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বহু বিতর্কের মধ্যে আগামী ২৮ মে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ইস্যু নিয়ে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।
A staff of about 70 policemen of Delhi Police have been deployed around the new Parliament building for the inauguration ceremony of the new Parliament building. ACP rank officers are monitoring through CCTV. Security will be deployed around the new Parliament building for 24…
— ANI (@ANI) May 27, 2023
দিল্লি পুলিশ জানিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের চারপাশে দিল্লি পুলিশের প্রায় ৭০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এসিপি পদমর্যাদার কর্মকর্তারা সিসিটিভির মাধ্যমে নজরদারি করছেন। নতুন সংসদ ভবনের চারপাশে ২৪ ঘণ্টা নিরাপত্তা মোতায়েন থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us