নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি পুলিশের দক্ষিণ জেলা শাখার বিশেষ অভিযানে,প্রায় ১৩৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করে,তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জন নারী ও ৪৩ জন শিশুও রয়েছে বলে জানানো হয়েছে। দিল্লির দক্ষিণ জেলা পুলিশের একাধিক দল আজ ১৪টি পৃথক অভিযান চালিয়ে, শহরের বিভিন্ন বস্তি ও সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালায়। তারা ভোটার কার্ড, আধার কার্ডসহ অন্যান্য পরিচয়পত্র পরীক্ষা করে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের তল্লাশি অভিযান চলতে থাকবে এবং সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি,তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার করা হবে।
/anm-bengali/media/media_files/2024/10/22/T86EBP0NAwvcdJJjorsJ.jpg)