/anm-bengali/media/media_files/eJQpntidc1fSBtMWYWhk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির ইস্তাহার 'সংকল্প পত্র' নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “২০১৪ হোক বা ২০১৯বা ২০২৪ 'সংকল্পপত্র'তে বিজেপি যা বলছে, তা সব পূরণ করবে। ২০১৯ সালেআমরা বলেছিলাম যে আমরা মহিলাদের সংরক্ষণ করব এবং আমরা ২০২৪ সালের নির্বাচনের আগে এটি এনেছি। আমাদের সব প্রতিশ্রুতি কমবেশি পূরণ হয়েছে। এই 'সংকল্পপত্র'-এ আমরা গত ১০ বছরে আমরা কী করেছি এবং আগামী দিনে আমরা কী করব তা তুলে ধরা হয়েছে। আমরা দশ বছরে ৪ কোটি গৃহ নির্মাণ করেছি। আজ প্রধানমন্ত্রী মোদী বলেছেন আরও ৩ কোটি গৃহ নির্মাণ করব। এই সংকল্প পত্রের মাধ্যমে আমরা ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর উন্নত দেশ হওয়ার ভিত্তি স্থাপন করছি।”
/anm-bengali/media/media_files/YlxZUQ0QClXIN6xGLDVk.jpg)
#WATCH | Delhi: On BJP's manifesto - 'Sankalp Patra', Union minister Hardeep Singh Puri says, "Be it 2014 or 2019, what BJP says in 'Sankalp Patra' it fulfils everything, and the people are saying it. In 2019, we said we would bring women's reservations and we brought that before… pic.twitter.com/hTq5EmJ7Dg
— ANI (@ANI) April 14, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us