এবার দিল্লি দূষণমুক্ত হবে, জানিয়ে দিলেন মেয়র

শীতের শুরু থেকেই ধোঁয়ায় মুখ ঢাকে দিল্লি।

New Update
AIR POLLUTION DELHI EDIT .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজধানী এমনিতেই দূষণে জেরবার। আর এই দূষণের অন্যতম কারণই হচ্ছে দিল্লির একাধিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। বেশিরভাগ এলাকায় জঞ্জালমুক্ত নয়। ফল স্বরূপ শীতের শুরু থেকেই ধোঁয়ায় মুখ ঢাকে দিল্লি। তাই এবার দিল্লিকে দূষণ মুক্ত করতে মরিয়া আপ সরকার। তাঁদের নতুন ক্যাম্পেইন-এর নামই হল ‘অব দিল্লি হোগি সাফ’।

এদিন এই প্রসঙ্গে দিল্লির মেয়র শেলি ওবেরয় বলেন, “আজ, আমরা এই প্রচারাভিযান দিল্লির চাঁদনি চকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করেছি। নাগরিকরা সর্বদা এই এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তাদের আওয়াজ তুলেছে, এবং আমরা তাদের মতামত নিচ্ছি। যদি আমরা কোনো অভিযোগ পাই, আমরা অবিলম্বে সেটি সমাধান করব”। এদিন চাঁদনি চক এলাকায় স্যানিটেশন ড্রাইভের অধীনে ম্যারাথন অভিযান চালান দিল্লির মেয়র শেলি ওবেরয়।

 

hiren