বিরাট বেড়ে গেল যমুনা নদীর জলস্তর, ভয়ে কাঁপছেন দিল্লিবাসী

দিল্লিতে ৪১ বছরের রেকর্ড অবধি ভেঙে গিয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর ভারতের পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর প্রভৃতি অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
yamuna.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার হওয়া ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারতের। জলের তলায় চলে গিয়েছে সাধারণ মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মন্দির, মসজিদ, হাসপাতাল, স্কুল। এদিকে গত ৪১ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে গিয়েছে দিল্লির। হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। এদিকে শহরের পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি জানান, " আমরাআশাকরছিআগামীকালেরমধ্যেযমুনানদীরজলস্তর২০৪মিটারঅতিক্রমকরবে।সরকারপ্রয়োজনীয়সমস্তপ্রস্তুতিনেবে।যদিযমুনারজলস্তর২০৫মিটারঅতিক্রমকরেতবেআমরাআশেপাশেরএলাকারলোকদেরসরিয়েনেব।মুখ্যমন্ত্রীআজসমস্তবিভাগেরএকটিজরুরিবৈঠকডেকেছেনএবংপ্রস্তুতিপর্যালোচনাকরবেন... সমস্তআধিকারিকেরছুটিবাতিলকরাহয়েছেএবংসবাইকেপ্রস্তুতথাকারনির্দেশদেওয়াহয়েছে।"