বিজেপি...এবার নতজানু নির্বাচন কমিশন! মন্ত্রীর অভিযোগে শোরগোল দেশে

নির্বাচন কমিশন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য দিল্লির মন্ত্রী অতিশীর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ দিল্লির মন্ত্রী অতিশী বলেন, "৪ এপ্রিল বিজেপি আমার একটি সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ৫ এপ্রিল সকাল সোয়া ১১টায় নিউজ চ্যানেলে খবর আসে অতিশীকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু খবরটি পাওয়ার আধা ঘণ্টা পর মেইলে নোটিশ পেলাম। তার মানে বিজেপি প্রথমে সংবাদমাধ্যমে নির্বাচন কমিশনের নোটিস টাঙায়, তারপরেই আমি নোটিস পাই। আমার প্রশ্ন, নির্বাচন কমিশন বিজেপির সহযোগী সংগঠনে পরিণত হয়েছে কিনা।" 

,/,

এই বিষয়ে দিল্লির মন্ত্রী অতিশী আরও বলেন, "এটা চিন্তার বিষয় যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠান বিজেপির সামনে নতজানু হয়েছে। আর এখন নির্বাচন কমিশনও বিজেপির সামনে নতজানু হয়েছে। আম আদমি পার্টি যখন বিভিন্ন বিষয়ে অভিযোগ নথিভুক্ত করার চেষ্টা করে তখন আমাদের সময় দেওয়া হয় না। পুরসভা লাগু হওয়ার পরেও কেন্দ্রীয় সংস্থাগুলো বিরোধী নেতাদের নিশানা করলেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু বিজেপি অভিযোগ নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে নোটিস জারি করা হয়। নোটিস জারি করেছে নির্বাচন কমিশন নাকি বিজেপি? আমি নির্বাচন কমিশনের সদস্যদের অনুরোধ করব যে টিএন শেষনের উত্তরসূরি হিসাবে এবং এই দেশে গণতন্ত্রকে রক্ষা করা তাদের দায়িত্ব।" 

Add 1