/anm-bengali/media/media_files/n7NYvPzTbZuPTZbCkvMA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভালো নেই দিল্লি। দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত বেশি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে শিশু-বয়ষ্কদের। এমন অবস্থায় ফের জনতার কাঠগড়ায় কেজরিওয়ালকে দাঁড় করালেন বীরেন্দ্র সচদেবা।
/anm-bengali/media/media_files/WwgPAhBKsJwuYv63bVsW.jpg)
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এদিন বলেন, “পুরো দিল্লি একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। দিল্লির প্রতিটি বাসিন্দা চোখ জ্বালাপোড়া এবং কাশিতে ভুগছে। দিল্লিতে ধোঁয়াবিরোধী বন্দুক বা জল ছিটানোর ট্রাক নেই। কিন্তু দিল্লির মন্ত্রী গোপাল রাই এবং আপ নেতারা লম্বা দাবী করছেন যে দূষণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। কেন দিল্লি সরকার ধুলো নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করেনি? পাঞ্জাবে খড় পোড়ানোর ধোঁয়া দিল্লিতে অনেক সমস্যা তৈরি করছে। অরবিন্দ কেজরিওয়াল এ বিষয়ে একটি কথাও বলছেন না। দিল্লির মানুষ খুবই অস্বস্তিতে পড়েছে। আমরা দাবি করছি পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল বন্ধ করে দেওয়া উচিত এবং বয়স্কদের সকালের হাঁটা বন্ধ করা উচিত। এর ওষুধ দূষণ মোকাবেলা হাসপাতালে বিনামূল্যে দেওয়া উচিত”।
#WATCH | Delhi: Delhi BJP President Virendraa Sachdeva says, "The whole of Delhi has turned into a gas chamber. Every resident of Delhi is suffering from burning eyes and cough...Delhi has neither anti-smog guns nor water sprinkling trucks. But Delhi minister Gopal Rai and AAP… pic.twitter.com/6XpTy0Cub6
— ANI (@ANI) November 13, 2024
/anm-bengali/media/media_files/xpTV1oT5bFqfya6mSGTE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us