BREAKING: এয়ারপোর্ট সংস্থার বিরুদ্ধে তুরস্কের কোম্পানি সেলেবির দায়ের করা মামলার রায় সংরক্ষণ করলো দিল্লি হাইকোর্ট !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
delhi highcourt1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি "জাতীয় নিরাপত্তার" কারণ দেখিয়ে তুরস্কের কোম্পানি সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির (BCAS) এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল সেলেবি। আর আজ বিচারপতি সচিন দত্তর বেঞ্চ, দুই পক্ষের সমস্ত অভিযোগ শোনার পর এই বিষয়ের ওপর আদালতের রায় সংরক্ষণ করে। আশা করা যায় পরবর্তী শুনানিতে এই বিষয়ে রায় দেবে দিল্লি হাইকোর্ট।

ERDOGAN