/anm-bengali/media/media_files/U7URZf1fzofxtu2A2dUe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ওপর দিল্লি রাউস আদালতের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। ইডির সেই আবেদনের ওপর ভিত্তি করে অরবিন্দ কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট।
শুক্রবার ইডির আবেদনের ওপর জরুরি ভিত্তিতে শুনানি হয়। এরপর দিল্লি হাই কোর্টের বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে।
/anm-bengali/media/media_files/wimSW1v5BpwENL1nPrLx.jpg)
প্রসঙ্গত,আগামী কয়েকদিন পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে। দিল্লি হাইকোর্ট ইডির আবেদনের বিষয়ে আদেশ ঘোষণা না করা পর্যন্ত কেজরিওয়ালকে জামিন দেওয়ার নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।
দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ চেয়ে ইডির আবেদনের উপর আদেশ সংরক্ষণ করেছে। দিল্লি হাইকোর্ট বলেছে যে তারা দুই থেকে তিন দিনের মধ্যে ইডির আবেদনের উপর আদেশ দেবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us