Delhi Heatwave: সমস্যা বাড়ছে কার্ডিও সিস্টেমে, সুস্থ থাকতে নিয়ম মানুন

'একজন সাধারণ ব্যক্তিরও কার্ডিওভাসকুলার সিস্টেমের সমস্যা হতে পারে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heatwave wb

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির তাপপ্রবাহ সম্পর্কে, ইন্টারভেনশনাল কার্ডিওলজি ফোর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডঃ অতুল মাথুর বলেন, “আমাদের দেশ আক্রমনাত্মক তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। এর কারণে, একজন সাধারণ ব্যক্তিরও কার্ডিওভাসকুলার সিস্টেমের সমস্যা হতে পারে। যদি আপনি পরিমাণ মতো জল পান না করেন, তাহলে শরীর ডি-হাইড্রেটেড হয়ে যাবে। এর ফলে যাদের এমনিতেই হার্টে সমস্যা রয়েছে, তাঁদের রক্তচাপ বেড়ে যায়। তাই আমাদের সকলের প্রধান লক্ষ্য হওয়া উচিত ডি-হাইড্রেশন রোধ করা। তাই প্রত্যেকে এই গরমে বেশি করে জল পান করুন। যাদের হার্টের সমস্যা আছে এবং বয়স হয়েছে, প্রচন্ড গরমে তাঁদের বাইরে না যাওয়ায় ভালো”।

heatwave wb.jpg

heat control drink.jpg

Add 1