দিল্লি: জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি পুরোপুরি মওকুফ, ঘোষণা অর্থমন্ত্রীর

কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-03 11.31.43 PM

নিজস্ব সংবাদদাতা: ৫৬ তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, বিমা পরিষেবার উপর কর কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিমা খাতে ১৮% জিএসটি ধার্য থাকলেও এবার থেকে তা ভাগ করা হচ্ছে একাধিক শ্রেণিতে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো—সব ধরনের ব্যক্তিগত জীবনবিমা পলিসি (টার্ম লাইফ, ইউএলআইপি, এন্ডাওমেন্ট পলিসি) ও তার পুনর্বিমা (reinsurance)-এর উপর জিএসটি সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে।

Screenshot 2025-09-03 11.15.46 PM

এছাড়া, সব ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিমা পলিসি, ফ্যামিলি ফ্লোটার পলিসি এবং সিনিয়র সিটিজেনদের বিমা পলিসি ও তার পুনর্বিমার উপর থেকেও জিএসটি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রীর বক্তব্য, “এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য বিমা আরও সাশ্রয়ী করে তুলবে এবং দেশের বিমা কভারেজ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।”