কর্মীদের জন্য সুখবর! মুখ্যমন্ত্রী বাড়ালো বেতন

এবার অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের বেতন দেওয়ার নিম্নসীমা বাড়িয়ে দিলো সরকার। তবে এই রাজ্যের সরকার নয়, সেটা করলো দিল্লি সরকার।

New Update
kejriwal pc.jpg

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের বেতন (Salary) দেওয়ার নিম্নসীমা বাড়িয়ে দিলো সরকার। তবে এই রাজ্যের সরকার নয়, সেটা করলো দিল্লি সরকার (Delhi Govt)। বেশ খানিকটা বাড়বে নানা ক্ষেত্রের বেতন। এই নতুন বেতনের কথা ঘোষণা করেন দিল্লি শ্রমমন্ত্রী রাজ কুমার আনন্দ। চলতি মাসের ১ তারিখ থেকেই কার্যকর হবে এটি। নির্দেশিকায় (Order) বলা হয়েছে দক্ষ শ্রমিকদের প্রতি মাসে ২০ হাজার ৯০৩ টাকা বেতন দেওয়ার কথা। ৫৪৬টাকা বেড়েছে বেতন।