New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে আজ রাজধানী দিল্লিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে দিল্লি সরকার। আজ সন্ধ্যায় দিল্লির কর্তব্য পথে (Kartavya Path) প্রায় দেড় লক্ষ প্রদীপ জ্বালিয়ে আয়োজিত হতে চলেছে বিশেষ "দীপোৎসব"।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণা করেছেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে এই জমকালো আয়োজন শুরু হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/19/CnDBaY0kLxCMYNXA7Z6V.jpeg)
এই উৎসব উপলক্ষ্যে আজ কর্তব্য পথের দু'পাশে দেড় লক্ষেরও বেশি প্রদীপের এক বিশাল আলোকসজ্জা তৈরি করা হবে। প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি আয়োজিত হবে ধর্মীয় আলোচনা 'রাম কথা'। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলতে থাকবে চোখ ধাঁধানো ড্রোন শো এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us