দিল্লি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ, শুরু ‘আয়ুষ্মান ভারত ভাই বন্দনা’

আজ, ৯০টি কার্ড বিতরণ করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rekha guptaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত ভাই বন্দনা যোজনা চালু করলেন। এই যোজনা ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করবে।

এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ বলেন, “এটিকে বলা হয় 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'। আমি প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিংকে এখানে (দিল্লিতে) আয়ুষ্মান ভাই বন্দনা যোজনা বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানাতে চাই। আজ, ৯০টি কার্ড বিতরণ করা হবে। ৭০ বছরের বেশি বয়সী বয়স্করা এখন ১০ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পাবেন”।

RSTGHJK