New Update
/anm-bengali/media/media_files/1000061383.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ১৫ বছর বয়সী এক যুবতীর দেওয়া বয়ান অনুযায়ী এক যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ইন্ডিয়ান পেনাল কোডের ধারা ৩৭৬ এবং POCSO আইনে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। ওই যুবতী অভিযোগ করেন যে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ওই যুবকের কাছে টিউশন ক্লাস করতে যেতেন তিনি। কিন্তু পড়ানোর নামে এই তিন বছরে ওই যুবক তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার সম্পূর্ণ চেষ্টা করছে।
Delhi | A rape case u/s 6 POCSO & 64 BNS & 376 IPC has been registered on the basis of a complaint from a 15-year-old girl who has alleged that she was mentally harassed and raped multiple times by the man who conducted tuition classes which she had attended from 2022 to 2025:…
— ANI (@ANI) February 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us