ভয়াবহ অগ্নিকান্ড দিল্লির মতি নগরে ! নিহত ৪

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দিল্লিতে।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে দিল্লির মতি নগর থানা এলাকার মহাজন ইলেকট্রনিক্স-এর দ্বিতীয় তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী এই অগ্নিকান্ডের ফলে ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে আচমকা আগুন লেগে যায় মহাজন ইলেকট্রনিক্সের দ্বিতীয় তলায়। এরপর খুব দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা কর্মচারীরা দোকানের মধ্যেই আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু ততক্ষণেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

Fire

পুলিশ জানিয়েছে, ''এই অগ্নিকান্ডের ফলে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।'' প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।