BREAKING: ফোন চুরির চক্র ফাঁস দিল্লিতে ! ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫০-এর বেশি মোবাইল

বড় চুরির চক্র ফাঁস দিল্লিতে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লিতে বড়মাপের একটি ফোন চুরির ও ছিনতাইয়ের চক্র ফাঁস করলো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আজ এই বিষয়ে জাপানিজ পার্কের কাছে রোহিনী সেক্টর ১০/১১ এলাকা থেকে, এক শিশুকে (Child in Conflict with Law - CCL) ও ২২ বছর বয়সী আফতাব ওরফে সুক্কাকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই চুরি, ফোন ছিনতাই এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে BNSS আইনের 35(1)(c) ও 106 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা চিরাগ দিল্লি, সাকেত, মেহরৌলি ও দ্বারকার বিভিন্ন এলাকায় একাধিক চুরি ও ছিনতাই করেছে। তাদের কাছ থেকে ৫৩টি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৩০টি ফোন দিল্লি এনসিআরের FIR, eFIR ও হারানো মোবাইলের রিপোর্টের সঙ্গে যুক্ত।

Police