মোদীর প্রধানমন্ত্রী পদ দাবি করা উচিত নয়! বিস্ফোরক দাবি কংগ্রেসের

লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলছে জল্পনা। সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মন্তব্য করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি।

author-image
Probha Rani Das
New Update
2239727-pramod-tiwari

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে। বিজেপি নরেন্দ্র মোদীর নামে ভোট চাইছিল, একবারও বিজেপি বা এনডিএ-র নাম নেয়নি। নৈতিক দায় নিয়ে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ দাবি করা উচিত নয়। তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে চাপিয়ে দিচ্ছেন।”

pramod tiwarii th1.jpg

তিনি আরও বলেন, “জনগণের আদেশ মেনে চলা বিরোধীদের দায়িত্ব, যা মোদী সরকারের বিরোধী। এটা মোদীর পরাজয়, এনডিএ-র পরাজয় নয়। যদি রাজ্য ইউনিটগুলি কেন্দ্রের জন্য ভোট পেতে ব্যর্থ হয়, তার অর্থ কেন্দ্র ব্যর্থ হয়েছে। এটা ছিল তাদের অহংকার। রামের পুনর্জন্ম হয়েছে, রামকে কেউ আনতে পারবে নাসম্প্রতি যে গণতান্ত্রিক মহাভারত হয়েছে, তাতে রাহুল গান্ধী নায়ক হয়ে উঠে এসেছেন।” 

Add 1