/anm-bengali/media/media_files/3mV6z6qvlxBiIkQxGC2e.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল দিল্লির রামলীলা ময়দানে ভারত ব্লকের সমাবেশ সম্পর্কে দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি বলেন, “বিজেপির সমস্যা হল তারা তাদের অ্যাজেন্ডা কেন্দ্রে রেখে সবকিছু বলে। তারা দেশের বৃহত্তম বিরোধী দলের হিসাব জব্দ করেছে। তারা নির্বাচনের আগে আমাদের নোটিশ দিয়ে সম্পৃক্ত করতে চায়। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। এই সমাবেশের নাম 'গণতন্ত্র বাঁচাও'। বিরোধী দলগুলো যদি প্রতিনিয়ত আক্রান্ত হয়, তাহলে নির্বাচন ও গণতন্ত্রের অর্থ কী? বর্তমান সরকার আর ব্রিটিশ শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই। ইডির নোটিস পাওয়া খবর নয়। যেদিন ইডির তরফে কোনও নোটিস আসেনি, সেটাই খবর।”
/anm-bengali/media/media_files/1mxNl4V015JzRq3yrlIW.jpg)
#WATCH | Delhi: On the INDIA bloc's rally at Delhi's Ramlila Maidan tomorrow, Delhi Congress Chief Arvinder Singh Lovely says, "The problem with the BJP is that they speak everything by keeping their agenda at the centre... They have frozen the accounts of the country's biggest… pic.twitter.com/AA27pWnMfJ
— ANI (@ANI) March 30, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us