New Update
/anm-bengali/media/media_files/2025/02/19/CnDBaY0kLxCMYNXA7Z6V.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার যমুনা পরিষ্কারের বিষয়ে আগের সরকারগুলিকে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন,''যমুনা পরিষ্কারের জন্য দিল্লিবাসী ও দিল্লি সরকার একসাথে কাজ করবে। শুধু সরকার নয়, সাধারণ মানুষ এবং সমাজকর্মীরাও এই উদ্যোগের অংশ হবেন।”
/anm-bengali/media/media_files/2025/02/19/fHFXYSxMgEar6Km6Gn9Z.png)
এরপর তিনি বলেন,''আগের সরকারগুলো যমুনা পরিষ্কারের বিষয়ে শুধু মিথ্যে বলেছে। বাস্তবে তারা একটিও পদক্ষেপ নেয়নি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us