নিজস্ব সংবাদদাতা : এবার শ্রমিকদের জন্য এক বিরাট পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাড়িয়ে দেওয়া হল শ্রমিকদের নূন্যতম মজুরির হার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে দিল্লির অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি হবে প্রায় ১৮,৪৫৬ টাকা আর স্নাতক ও তার উপরের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মীরা পাবেন প্রায় ২৪,৩৫৬ টাকার কাছাকাছি।
/anm-bengali/media/media_files/2025/04/15/hLSZeq9eiOTKhosSbyy0.jpeg)
এই নতুন হার ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। সরকার জানিয়েছে, মূলত মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা কিছুটা আর্থিক স্বস্তি লাভ করেন।