/anm-bengali/media/media_files/BT5wxz85om6a3TurrUMP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নীতি আয়োগের বৈঠক বয়কট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো একটি চিঠিতে লিখেছেন, "মানুষ জিজ্ঞাসা করছে, সুপ্রিম কোর্টকেই যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না মানেন তবে মানুষ ন্যায়বিচারের জন্য কোথায় যাবে? যখন সমবায় ফেডারেলিজম একটি কৌতুক তখন নীতি কমিশনের সভায় যোগদানের অর্থ কী?” মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘যখন এভাবে প্রকাশ্যে সংবিধান ও গণতন্ত্রের অবহেলা করা হচ্ছে এবং রাজ্যগুলোকে নিয়ে উপহাস করা হচ্ছে তখন এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কোনও মানেই হয় না। দেশের প্রধানমন্ত্রী পরিবারের একজন বাবা ও বাড়ির বড় ভাইয়ের সমান হন। যে কোনও রাজ্যে যে সরকারই থাকুক না কেন , প্রধানমন্ত্রীকে সকলের সঙ্গে একজোট হয়ে কাজ করার উচিৎ। সবাই মিলে একসঙ্গে কাজ করলে তবেই দেশের উন্নতি হবে।‘
Delhi CM Arvind Kejriwal to boycott NITI Ayog meeting, writes a letter to PM Narendra Modi saying "People are asking, if the PM doesn't abide by the SC then where will people go for justice? What's the point of attending NITI Ayog meeting when cooperative federalism is a joke" pic.twitter.com/CPIQJaF9oH
— ANI (@ANI) May 26, 2023