/anm-bengali/media/media_files/pK3bmMvTsc6N3OmMLZgy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে তিহার জেলে বন্দী ছিলেন আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। যদিও তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তীকালিন জামিন দিয়েছে। এদিকে যে হাসপাতালে বর্তমানে সত্যেন্দ্র জৈন ভর্তি রয়েছেন সেখানে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জানা গিয়েছে, আজ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের সঙ্গে এলএনজেপি হাসপাতালে দেখা করেছেন। এমনকি দুজনেই একে অপরকে আলিঙ্গন করেছেন। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Delhi CM and AAP national convenor Arvind Kejriwal meets former Delhi minister & AAP leader Satyendar Jain at LNJP Hospital, in Delhi. pic.twitter.com/nTzGC3ypu6
— ANI (@ANI) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us