New Update
/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেন, “শিশুদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যারা নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন আমরা সবাই তাদের পাশে আছি।”
তিনি আরও বলেছেন, “ঘটনাস্থলেই আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত সরকার ও প্রশাসনের কর্মকর্তারা। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এই গাফিলতির জন্য যেই দায়ী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।”
Delhi Chief Minister Arvind Kejriwal tweets "This incident of fire in a children's hospital is heartbreaking. We all stand with those who lost their innocent children in this accident. Government and administration officials are busy providing treatment to the injured on the… pic.twitter.com/OvOAWMZVmo
— ANI (@ANI) May 26, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us