দিল্লি বিস্ফোরণে এখন সকলের নজর সন্দেহভাজন গাড়ির চালকের দিকে, সেখানেই রয়েছে যত সূত্র

সন্দেহভাজন গাড়ির হদিশ পেয়েছে দিল্লি পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi-blast

File Picture

নিজস্ব সংবাদদাতা: লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর রাজধানী জুড়ে চাঞ্চল্য। রাস্তা জুড়ে চাপা রক্ত, ছড়িয়ে থাকা দেহাংশ, ধ্বংসস্তূপের দৃশ্য আতঙ্ক বাড়িয়ে তুলছে। বিস্ফোরণটি সাধারণ দুর্ঘটনা, আত্মঘাতী হামলা নাকি সন্ত্রাসী নাশকতা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের। তবে সন্দেহভাজন গাড়ির হদিশ পেয়েছে দিল্লি পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে, লালকেল্লা সংলগ্ন সিগন্যালের পাশে একটি হুন্ডাই আই২০ গাড়ি এসে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। প্রথমে মনে করা হয়েছিল পার্কিংয়ে থাকা কোনও গাড়িতে বিস্ফোরণ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে বিস্ফোরণের কেন্দ্রবিন্দুই এই আই২০।

delhi blast

সূত্র অনুযায়ী, গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার, এবং সেটির রেজিস্ট্রেশন রয়েছে মহম্মদ সলমনের নামে। তাঁকে আটক করে জেরা করছে পুলিশ। সলমন জানান, তিনি দেড় বছর আগে গাড়িটি দক্ষিণ দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রর কাছে বিক্রি করেছিলেন। তিনি গাড়ি বিক্রির সমস্ত নথি পুলিশের হাতে তুলে দিয়েছেন।

দেবেন্দ্রর পর গাড়িটি হরিয়ানার অম্বলার এক ব্যক্তির কাছে যায়। তারপর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারিকের নাম ওঠে। তারিক এই গাড়ি আরও কারও কাছে বিক্রি করেছেন কিনা, এখনও জানা যায়নি। এখানেই ধন্দ, বলছে তদন্তকারী দল।