Delhi Blast Breaking: মূল মাথার খোঁজে চলছে জোরকদমে তল্লাশি

পুলিশ হোটেলের রেজিস্টার পরীক্ষা করে চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিস্ফোরণ মামলায় ইতিমধ্যেই সক্রিয় প্রশাসন। এই হামলাকে প্রাথমিকে জঙ্গি হামলা ধরে নেওয়া হয়েছে। তবে সরকারি ঘোষণার জন্যে প্রয়োজন আরও একটু প্রমাণ। আর সেই প্রমাণই খুঁজে চলেছে পুলিশ। পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ এবং আশেপাশের এলাকার হোটেলগুলিতে পুলিশ রাতভর তল্লাশি চালিয়েছে। পুলিশ হোটেলের রেজিস্টার পরীক্ষা করে চলেছে। তল্লাশির সময় জিজ্ঞাসাবাদের জন্য চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেই দিল্লি পুলিশ সূত্রে খবর।

delhi-blast1