দিল্লির জল সংকট দিল্লি সরকার তৈরি করেছে! তীব্র আক্রমণ বিজেপির

দিল্লির জল সঙ্কট নিয়ে ফের দিল্লি সরকারকে নিশানা করে মন্তব্য করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্রা সচদেবা।

author-image
Probha Rani Das
New Update
virendra suchdeva.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্রা সচদেবা বলেন, “দিল্লির জল সংকট দিল্লি সরকার তৈরি করেছে। আপের বিধায়করা জল বিক্রি করছেন। আপ সরকার যদি সময়মতো লিকেজ সিস্টেম মেরামত করত, তাহলে দিল্লির জনসাধারণকে জল সঙ্কটে পড়তে হত না।” 

virendrar sanchdevav1.jpg

Add 1