কেজরিওয়ালের অব্যবস্থার ফলেই জলসঙ্কট! প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজেপির!

২০২৪ লোকসভা নির্বাচনের বাকি মাত্র আর এক দফা। এরই মধ্যে দিল্লিতে জলসঙ্কট নিয়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপি।

author-image
Probha Rani Das
New Update
vbnvbq1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির জলসঙ্কট নিয়ে শাহিদি পার্ক থেকে দিল্লির সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দিল্লি বিজেপি। 

vbnvbq2.jpg

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্রা সচদেবা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের অব্যবস্থার ফলেই দিল্লির জলসঙ্কট। তারা ২০০০ টাকা জরিমানা করছে, এটা জরিমানা নয়, দুর্নীতির আরেক উপায়। তারা ট্যাঙ্কার মাফিয়াদের উৎসাহিত করছে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিটি বিধায়ক ট্যাঙ্কার মাফিয়াদের সাথে নিয়ে দিল্লির জনগণের কাছে জল বিক্রি করছে এবং তাদের লুঠ করছে। 

Add 1