দীপাবলিতে বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল দিল্লি বিজেপি — বললেন সভাপতি বিরেন্দ্র সাচদেবা

“দীপাবলি আনন্দের উৎসব, সেই আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর জীবনে পৌঁছে যায়”— মন্তব্য দিল্লি বিজেপি সভাপতির।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিজেপির সভাপতি বিরেন্দ্র সাচদেবা দীপাবলির উৎসবে সমাজের বঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগের কথা জানালেন। তিনি বলেন, “দীপাবলি হলো উত্তেজনা ও উৎসাহের উৎসব। আজ সারা দেশ আনন্দে দীপাবলি উদ্‌যাপন করছে, কিন্তু সমাজে কিছু শিশু আছে যারা নানা কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে।”

সাচদেবা জানান, দলের পক্ষ থেকে সেই শিশুদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের ইচ্ছানুযায়ী তাদের পছন্দের একটি সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শিশুরা আনন্দে দিনটি কাটিয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “এই শিশুদের মুখে হাসি দেখেই আমাদের শান্তি মেলে। এই সামান্য সুখই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” দিল্লি বিজেপির এই উদ্যোগকে স্থানীয় মহলে মানবিক ও সামাজিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করা হয়েছে।