/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিজেপির সভাপতি বিরেন্দ্র সাচদেবা দীপাবলির উৎসবে সমাজের বঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগের কথা জানালেন। তিনি বলেন, “দীপাবলি হলো উত্তেজনা ও উৎসাহের উৎসব। আজ সারা দেশ আনন্দে দীপাবলি উদ্যাপন করছে, কিন্তু সমাজে কিছু শিশু আছে যারা নানা কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে।”
/anm-bengali/media/post_attachments/c2a1ff90-e12.png)
সাচদেবা জানান, দলের পক্ষ থেকে সেই শিশুদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের ইচ্ছানুযায়ী তাদের পছন্দের একটি সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শিশুরা আনন্দে দিনটি কাটিয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “এই শিশুদের মুখে হাসি দেখেই আমাদের শান্তি মেলে। এই সামান্য সুখই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” দিল্লি বিজেপির এই উদ্যোগকে স্থানীয় মহলে মানবিক ও সামাজিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করা হয়েছে।
#WATCH | Delhi BJP President Virendraa Sachdeva says, "The festival of Diwali is a festival of excitement and enthusiasm and the entire country is celebrating it with great enthusiasm... There are some children in society who, for some reason or another, remain deprived of… https://t.co/2USMgEXHQKpic.twitter.com/s1B2egJ4mx
— ANI (@ANI) October 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us