শুরু হল বাজেট অধিবেশন, আর তার মধ্যেই দিল্লির বঙ্গভবনে বোমাতঙ্ক

আজ থেকেই সংসদ ভবনে শুরু হল বাজেট অধিবেশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: দিল্লির চাণক্যপুরে বঙ্গভবনে বোমাতঙ্ক। বঙ্গভবনের পিছনের দিকে এদিন দুপুরে আচমকায় দুটি অজানা বস্তু পাঁচিল টপকে ছুঁড়ে দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা দৌড়ে এসে দেখেন বোমের মত দুটি বস্তু পড়ে রয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। সম্পূর্ণ এলাকা ফাঁকা করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অনতি দূরেই রয়েছে সংসদ ভবন।

bomb ১১recover.jpg

উল্লেখ্য, আজ থেকেই সংসদ ভবনে শুরু হল বাজেট অধিবেশন। আগামীকাল রয়েছে বাজেট পেশ। স্বাভাবিক ভাবেই বহু সাংসদ, বিধায়ক, তাবড় তাবড় মন্ত্রীরাও এই সময় বঙ্গভবনে এসে ওঠেন। এমনকি এরাজ্যের মুখ্যমন্ত্রীও অনেক সময় দিল্লিতে গেলে এখানেই ওঠেন। খুবই গুরুত্বপূর্ণ স্থান বঙ্গভবন। এমনকি একাধিক কমিশনের অফিস রয়েছে এখানেই। আর সেখানেই আজ বোমাতঙ্ক ছড়ালো। এদিকে আর কয়েকদিন পরই দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা দিল্লির বুকে আরও উত্তেজনা বাড়িয়ে দিল।

indian parliament (1).jpg