দিল্লি: উপ-রাষ্ট্রপতি পদকে রাজনৈতিক নয়, সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখছেন বি. সুদর্শন রেড্ডি

সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখছেন বি. সুদর্শন রেড্ডি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-21 12.04.02 AM

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটের উপ-রাষ্ট্রপতি প্রার্থী ও প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডি আজ স্পষ্ট জানালেন, উপ-রাষ্ট্রপতি পদকে তিনি রাজনৈতিক নয়, বরং সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখেন। মনোনয়ন জমা দেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে রেড্ডি জানান, বিচারপতির আসন থেকে রাজনীতির অঙ্গনে তাঁর প্রবেশকে অনেকেই প্রশ্ন করছেন।

তিনি বলেন, “একজন সুপ্রিম কোর্টের বিচারপতি আমাকে জিজ্ঞেস করেছিলেন—‘আপনি কেন এই রাজনৈতিক অরণ্যে প্রবেশ করছেন?’ আমি বলেছিলাম, আমার যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সালে একজন আইনজীবী হিসেবে, আর আজও সেই যাত্রাই চলছে। বর্তমান চ্যালেঞ্জও সেই পথচলারই অংশ।”

Screenshot 2025-08-20 11.46.14 PM

রেড্ডি জোর দিয়ে বলেন, “ভারতের উপ-রাষ্ট্রপতির পদ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। এটি একটি সাংবিধানিক দায়িত্ব, যেখানে নিরপেক্ষতা, ভারসাম্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই প্রধান কর্তব্য।”

বিরোধী জোটের তরফে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, প্রাক্তন বিচারপতির এই অবস্থান উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের কৌশলগত বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে—যে তারা এই পদে নিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধে দৃঢ় প্রার্থীকে সামনে আনছে।