New Update
/anm-bengali/media/media_files/yrV4Np12kPfO7Nv0GRX5.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিমানের চলাচলে বিঘ্ন ঘটছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামায় সমস্যা সৃষ্টি হওয়ায় বিমান চলাচল প্রভাবিত হচ্ছে। ফলে যাত্রীদের অপেক্ষার সময় বৃদ্ধি পেয়েছে এবং কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়েছে যে, তারা তাদের ফ্লাইটের বর্তমান পরিস্থিতি জানিয়ে নিতে যেন সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করেন।
#WATCH | Delhi: Several flights at the Indira Gandhi International Airport are delayed due to foggy weather pic.twitter.com/5IjxSFhUEs
— ANI (@ANI) January 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us