BREAKING: বাতাসেই বিষ ! বায়ু মান সূচকে সর্বনিম্ন স্থানে দিল্লি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বায়ু দূষণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় এবার দিল্লি ও এনসিআর (NCR) অঞ্চলে Graded Response Action Plan (GRAP)-এর প্রথম ধাপ অবিলম্বে কার্যকর করলো Commission for Air Quality Management (CAQM)। ৭ই জুন দিল্লির বায়ু মান সূচক (AQI) ছিল ২০৯, যা ‘খারাপ (Poor)’ ক্যাটাগরির মধ্যে পড়ে। এই পরিস্থিতিতে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় GRAP-এর আওতায় বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। GRAP Stage-I এর আওতায় সাধারণত নিচের পদক্ষেপ নেওয়া হয়:
১. রাস্তা ধুলোমুক্ত রাখতে জল ছিটানো। 
২. যেকোনও নির্মাণস্থলে ধুলো নিয়ন্ত্রণ করা। 
৩. খোলা জায়গায় আবর্জনা পোড়ানো বন্ধ করা। 

AQI

পরিস্থিতি আরও খারাপ হলে পরবর্তী ধাপগুলো কার্যকর করা হতে পারে।