/anm-bengali/media/media_files/3BqUM6fOcRzFLLj1dRqR.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের একবার দিল্লিতে বোমাতঙ্ক। ফের নাশকতার বেড়াজালে বন্দি শিক্ষাঙ্গন। এই নিয়ে সপ্তাহে দ্বিতীয় বার বোমার হুমকি এলো স্কুল গুলিতে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ৬ টিরও বেশি স্কুলে মেইলের মাধমে গেছে হুমকি বার্তা। কোথা থেকে মেইল গিয়েছে, তা এখনও জানা যায়নি। আর হুমকি মেইল পেতেই তৎপর হয়ে উঠেছে পুলিশ। স্কুল গুলির সামনে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। আর এই সবের মাঝেই আতঙ্ক ছড়িয়েছে ৬ টি স্কুলে।
স্কুলগুলিতে বোমাতঙ্কের হুমকি বার্তা আসতেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুল গুলির শিক্ষক শিক্ষিকারাও চিন্তায় পড়ে যান। এর পড়ে স্কুল ছুটি দিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায় দেখা যায় দিল্লির ভাটনগর ইন্টারনেশন্যাল স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। চিন্তিত অভিভাবকরাও ততক্ষণে স্কুলে এসে পৌঁছান এবং নিজেদের সন্তানদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এই চিত্রটি শুধু একটা স্কুলের নয়। বোমাতঙ্কের জেরে ৬টি স্কুলেই আজ কার্যত তালা পড়েছে। সপ্তাহের প্রথম দিনও এই বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল।
#UPDATE | A total of 6 schools in Delhi received bomb threat emails today: Delhi Fire Service
— ANI (@ANI) December 13, 2024
Visuals from outside of Bhatnagar International School - one of the schools that received bomb threats, via e-mail, today morning https://t.co/8qEd2TMKLfpic.twitter.com/AsnzHbCg43
/anm-bengali/media/post_banners/5C3G4f9HdGqolXKxHGHt.jpg)
একজন অভিভাবক এই বিষয়ে বলেন, “আমরা একটি বার্তা পেয়েছি স্কুল থেকে। বার্তাটি পড়ে যে অনিবার্য পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রয়েছে, তা জানতে পেরেছি। বোমা, প্রতারণার কল ইত্যাদির কোনও প্রকাশ নেই সেই নির্দেশে। আমরা সকাল ৬ টার দিকে বার্তাটি পায়। তারপর সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি”।
এদিন এই ভাবেই প্রাণ হাতে বাড়ি ফিরে গেছে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
#WATCH | Delhi: A parent says, "We received a message (from the school)...The message reads that school is closed due to unavoidable circumstances. There is no disclosure of bombs, hoax calls etc. We received the message around 6 am...We are heading back to home" pic.twitter.com/Kj22qRJHsL
— ANI (@ANI) December 13, 2024
/anm-bengali/media/media_files/bjajLNS3QK2CGCXrGTSH.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us