দিল্লি: বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার ও ইয়টে ৪০% জিএসটি

বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার ও ইয়টে ৪০% জিএসটি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-03 11.21.15 PM



নিজস্ব সংবাদদাতা: ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিলাসবহুল ও ব্যক্তিগত ব্যবহারের একাধিক জিনিসপত্রের উপর বিশেষ ৪০% জিএসটি হার প্রযোজ্য হবে।

Screenshot 2025-09-03 10.34.02 PM

অর্থমন্ত্রী বলেন, “মিড-সাইজ ও বড় গাড়ি, ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের মোটরসাইকেল, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান, হেলিকপ্টার, ইয়ট এবং আনন্দ বা খেলাধুলার উদ্দেশ্যে ব্যবহৃত অন্যান্য ভেসেল—সবই ৪০% করস্ল্যাবে থাকবে।”

এ সিদ্ধান্তের ফলে বিলাসপণ্য বাজারে বাড়তি চাপ পড়বে বলে মনে করা হচ্ছে।