রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সন্দেশখালির ৫ মহিলার, জানা গেল বড় খবর

সন্দেশখালি কাণ্ড নিয়ে এখনও দেশ জুড়ে চলছে জল্পনা। আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেলেন সন্দেশখালির হিংসার শিকার হওয়া ৫ মহিলা সহ ১১ জন।

author-image
Probha Rani Das
New Update
draupadi sandshkhali.jpg

নিজস্ব সংবাদদাতাঃপশ্চিমবঙ্গের সন্দেশখালির পাঁচ মহিলা-সহ হিংসার শিকার ১১ জন আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

swwassdf.jpg

সেন্টার ফর এসসি/এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডঃ পার্থ বিশ্বাস বলেছেন, “সন্দেশখালির বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি অত্যন্ত সহানুভূতির সাথে পুরো বিষয়টি শুনেছেন এবং এতে অত্যন্ত দুঃখ পেয়েছেন। এ ঘটনায় আজ ১১ জন ভুক্তভোগী এসেছেন, যাদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ।” 

Add 1

cityaddnew

স

স