BREAKING: স্বরণে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীরা! পতাকা অর্ধনমিত

কারা নিল এই সিদ্ধান্ত?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সকল নাগরিকদের স্মরণে তাদের শ্রদ্ধা জানাতে ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এই তথ্য দিলেন রাষ্ট্রদূত হার্ভে ডেলফিন যিনি ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্য। 

তিনি লেখেন, "এই শোকের মুহূর্তে শোকাহত পরিবার এবং ভারতের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা"।

Making EU-India Partnership Defining Force For World Will Be My Priority:  Ambassador Delphin -