রাজ্যপালের সাক্ষাৎ মেইতেই সংগঠনের প্রতিনিধি দল

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে সাক্ষাৎ মেইতেই সংগঠন আরামবাই টেংগোলের (এটি) একটি প্রতিনিধি দলের। কী আলোচনা হল জানুন বিস্তারিত।

author-image
Jaita Chowdhury
New Update
csankd

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করলেন মেইতেই সংগঠন আরামবাই টেংগোলের (এটি) একটি প্রতিনিধি দল।

সংগঠনের নেতা রবিন বলেন, "আমরা আরামবাই টেংগোল থেকে নবনিযুক্ত রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেছি। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তিনি আমাদের অনুরোধ করলেন মেইতেই আর কুকিদের লড়াইয়ের সময় আমাদের কাছে যা কিছু ছিল তাই অস্ত্র ত্যাগ করতে। সুতরাং, আমাদের কিছু শর্তাবলী রয়েছে। তাই শর্তাবলী পূরণ হয়ে গেলে আমরা অস্ত্র ছেড়ে দেব। না হলে দেখা যাক কন্ডিশন কী নিয়ে আসে।"