/anm-bengali/media/media_files/74Ju2Mj9u18bbfzN1A6e.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের একটি অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সোমবার জম্মুতে একটি সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও জানিয়েছেন যে, পাকিস্তান সরকার বার বার পাক অধিকৃত কাশ্মীরের দাবি জানিয়েও কিছু করে উঠতে পারবে না।
রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীরকে যদি জোর করে নিজেদের দখলে নেয় পাকিস্তান, তাহলেও PoK পাকিস্তানের হয়ে যাবে না। রাজনাথ সিং এদিন জানান, ভারতের পার্লামেন্টে একটি সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটি অংশ। এই বিষয়ে আরও তিনটি প্রস্তাব সংসদে পাশ করানো হয়েছে বলে জানান তিনি।
সোমবার দিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জম্মু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি নিরাপত্তা বিষয়ক কনক্লেভে যোগ দিয়েছিলেন। সেখান তিনি একাধিক বিষয়ের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর বা PoK নিয়েও বক্তব্য রাখেন। এই কনক্লেভে জম্মু কাশ্মীর নিয়েও অনেক কথা বলেন তিনি।
রাজনাথ সিং জানান, জম্মু ও কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের দখলে রয়েছে। ভারতে জম্মু ও কাশ্মীরের যে অংশ রয়েছে, সেখানে বসবাসকারী মানুষরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে বলে জানান তিনি। অপর দিকে পাক অধিকৃত কাশ্মীরে যারা বসবাস করেন, তাঁরা কষ্টের মধ্যে আছেন বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী। এই বাসিন্দারা ভবিষ্যতে ভারতে গিয়ে বসবাস করার দাবি জানাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে, জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে গত কয়েক দশক ধরে অন্যায় করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি এই ধারাটি বাতিল করেছে এবং জম্মু ও কাশ্মীরের জনগণের সঙ্গে ন্যায়বিচার করা হয়েছে। তিনি বলেন, "৩৭০ এবং ৩৫এ ধারার কারণে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দেশের মূল স্রোত থেকে দূরে রাখা হয়েছিল। এটি কোনও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল।"
রাজনাথ সিং আরও জানান, দেশে সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়েছে। অস্ত্র ও মাদকের সরবরাহ অনেক কমে গিয়েছে। সন্ত্রাস নির্মূলের পাশাপাশি ভারতে কর্মরত আন্ডারগ্রাউন্ড দুষ্কৃতী সংগঠনগুলিকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তাঁর সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ বিবৃতি স্পষ্ট করেছে যে, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও আমেরিকা বিশ্বের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us