'আমরা প্রস্তুত', সাইক্লোন নিয়ে জানিয়ে দিলেন রাজনাথ সিং

আইএমডি-র সর্বশেষ আপডেট অনুযায়ী, বিপর্যয় দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার এবং গুজরাটের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার ডাব্লুএসডাব্লু দূরে অবস্থিত।

author-image
SWETA MITRA
New Update
rajnath singh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় ‘সাইক্লোন’ (Cyclone Biparjoy) নিয়ে অবশেষে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)-কে ঘিরে বাড়ছে আতঙ্ক। রীতিমতো প্রহর গুনছেন গুজরাটের মানুষ। ইতিমধ্যে কোনওরকম বিপদ আসার আগে বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে এসডিআরএফ ও এনডিআরএফ। এদিকে এই প্রসঙ্গে রাজনাথ সিং জানিয়েছেন, ‘তিন বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছি এবং ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আঘাত হানার জন্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেছি। সশস্ত্র বাহিনী ঘূর্ণিঝড়ের কারণে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক কর্তৃপক্ষকে সম্ভাব্য সমস্ত সহায়তা দিতে প্রস্তুত।‘