নির্বাচন, এই রাজ্যে ১৪ টি আসনেই জিতবে NDA! এবার মোদী নয় রাজনাথের গ্যারান্টি

লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের জয় নিয়ে বড় বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচিতে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আমি যে ধরনের উৎসাহ দেখেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এনডিএ এখানে ১৪ টি আসনই জিততে চলেছে। রাজ্য সরকারের দুর্নীতি ও নৈরাজ্যে মানুষ অতিষ্ঠ। নির্বাচন কমিশন ইলেক্টোরাল বন্ড লিস্ট জমা দিয়েছে, তাদের (কংগ্রেস) যদি কিছু আপত্তি থাকে, তাহলে তারা বলুক বা আদালতে যাক। দেশের মানুষ এখন সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন এবং তথাকথিত অভিযোগ করে কেউ তাদের বোকা বানাতে পারবে না। এনআরসি বড় বিষয় নয়, ভারতীয় নাগরিকদের পঞ্জি। বহু বছর আগে সংসদে সিএএ পাস হয়েছিল ধর্মীয় কারণে নির্যাতিতদের নাগরিকত্ব দিতে। পাকিস্তানে একজন মুসলিমকে নিপীড়িত করা যায় না, তারপরও যদি কেউ ভারতীয় নাগরিকত্ব পেতে চায়, তার জন্যও একটা প্রক্রিয়া আছে, কাউকে নিষেধ করা হয় না। ভারতীয় মুসলিমদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা জাতি, ধর্ম বা অঞ্চল নয়, ন্যায়বিচার ও মানবতার ভিত্তিতে রাজনীতি করি।" 

কজ

Add 1

cityaddnew

স

স