/anm-bengali/media/media_files/xYaIKeE1VrJgotQJpj2d.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে বিজয় দিবস (Vijay Diwas)। এদিকে প্রতিরক্ষামন্ত্রীরাজনাথসিং, সিডিএসজেনারেলঅনিলচৌহান, সেনাপ্রধানজেনারেলমনোজপান্ডে, নৌবাহিনীপ্রধানঅ্যাডমিরালআরহরিকুমারএবংবায়ুসেনারভাইসচিফএয়ারমার্শালঅমরপ্রীতসিংজাতীয়যুদ্ধস্মৃতিসৌধেপুষ্পস্তবকঅর্পণকরলেন।
১৯৭১ সালের এই দিনে ভারতের সঙ্গে ১৩ দিনের যুদ্ধের পর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল এ এ নিয়াজি খান ৯৩ হাজার সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০ সাহসী সৈন্যও শহীদ হয়, যাদের প্রতি দেশ বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে তিন বাহিনী (সেনা, নৌ, বিমান বাহিনী) ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে।
#WATCH | Delhi: Defence Minister Rajnath Singh along with CDS Gen Anil Chauhan, Army Chief Gen Manoj Pande, Navy Chief Admiral R Hari Kumar and IAF Vice Chief Air Marshal Amar Preet Singh laid wreath at the National War Memorial, on the occasion of #VijayDiwaspic.twitter.com/Eq3J5z769a
— ANI (@ANI) December 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us