রাম মন্দিরের পুনর্নির্মাণ, কীসের প্রতীক? বড় খবর জানালেন রাজনাথ সিং

রাম মন্দির নিয়ে বড় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

author-image
Aniruddha Chakraborty
New Update
লিজ

ফইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ বলবীর পুঞ্জের লেখা 'ট্রাইস্ট উইথ অযোধ্যা' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই অনুষ্ঠানের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "বলবীরজির বই স্পষ্টভাবে প্রমাণ করে যে অযোধ্যায় ভগবান রাম মন্দিরের পুনর্নির্মাণ ভারতে উপনিবেশ বিলুপ্তির প্রক্রিয়ার পাশাপাশি সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্জাগরণের প্রতীক।" 

hire