২০২৭ সাল, দিনক্ষণ ঘোষণা করে দিলেন রাজনাথ সিং

দিল্লিতে এফআইসিসিআই-এর ৯৬তম বার্ষিক সাধারণ সভায় বড় রকমের দাবি করে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

author-image
SWETA MITRA
New Update
rajnath singh fic.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ভারতেরপ্রতিরক্ষামন্ত্রীরাজনাথসিংদিল্লিতে FICCI-এর ৯৬তমবার্ষিকসাধারণসভায়বলেন, ‘ভারতআজবিশ্বেরশীর্ষপাঁচটিবৃহৎঅর্থনীতিরমধ্যেরয়েছে।২০২৭সালেরমধ্যেএটিশীর্ষতিনেপৌঁছানোরকথাবলছেনঅনেকবিশেষজ্ঞ।, বিশ্বেরঅন্যতমশীর্ষস্থানীয়রেটিংএজেন্সিএসঅ্যান্ডপিতাদেরসর্বশেষক্রেডিটঅ্যানালাইসিসরিপোর্ট 'চায়নাস্লোস, ইন্ডিয়াগ্রোস'-প্রবৃদ্ধিরইঞ্জিনহিসেবেভারতেরভূমিকানিয়েআলোচনাকরেছে।এখন ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি, তাই এটি স্পষ্ট যে ভারতের প্রবৃদ্ধি বিশ্বের অন্যান্য দেশের প্রবৃদ্ধিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণেই এই সময়ে ভারতকে প্রবৃদ্ধির ইঞ্জিন বলা হচ্ছে, যা একদম ঠিক।'